পুরুষ শূন্যতায় ভুগছে কি কানাইঘাট পৌরসভা ?

পুরুষ শূন্যতায় ভুগছে কি কানাইঘাট পৌরসভা ?
নারী ও শিশুদের দিয়ে বিজয় দিবসের র‍্যালী দিলেন কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে মেয়র নিজাম উদ্দীন আল মিজান :
যদিও ব্যানারে লেখা পৌরসভার উদ্যোগে কিন্তু ২/৩জন পৌর কাউন্সিলার ছাড়া সকলেই অনুপস্থিত,
এবং চোখে পড়ার মত কোন গুন্যমান্য ব্যক্তি সেখানে দেখা যায়নী, অথচ পৌরসভার উদ্যোগ?
পরবর্তীতে গান বাজনা বাজিয়ে পৌরসভার বাড়াটিয়া অফিস নিজ মার্কেটে এসে নারী ও শিশুদের নাস্তা করিয়ে এ পর্ব সমাপ্ত করেন ।
দুপুর ১২টা থেকে কানাইঘাট বাজারে আল্লামা মুশাহিদ রহ. ফাউন্ডেশনের উদ্যোগে কিরাত সম্মেলন ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী অফিসার কতৃক অনুমদিত, কিন্তু দুঃখের বিষয় পৌর মেয়র অনুমতিহীন বাজারে বাংলা এবং হিন্দি গান বাজান ১২. ৪০ মিনিট পর্যন্ত শুধুমাত্র আমাদের কেরাত সম্মেলনের বিরুধীতার জন্য।
একদিকে চলছে কোরআন তেলাওয়াত অন্যদিকে গান, এ কেমন হিংস্র আচরণ হে পৌর মেয়র জাতি জানতে চায় ?
বিঃদ্রঃ ( আসলে পুরুষ আছে, পুরুষরা তাঁর ডাকে তেমন সাড়া দেয়নী? তাই সরল সহজ বোন, ও শিশুদের দিয়ে জনসংখ্যা বৃদ্ধি) ।
শুধু মাত্র আমাদের প্রোগ্রামের সুন্দর্য্যতা জন্য সব কিছু ধৈর্য্য ধরেছি। আর নয়.........
Image may contain: one or more people, people walking and outdoor

No comments

Powered by Blogger.